মূত্র যা জানান দেয়
প্রস্রাব করার পর আপনি যদি মূত্রের দিকে লক্ষ্য রাখেন সেটা দোষের কিছু না৷ কেননা মূত্রের রঙ, গন্ধ এবং ঘনত্ব আপনাকে জানান দিবে আপনার শরীরে কি ঘটছে৷
মিষ্টি গন্ধ
আপনার মিষ্টি খাওয়ার অভ্যাসের সাথে এর কোনো সম্পর্ক নেই৷ প্রস্রাবের মিষ্টি গন্ধ জানান দেয় আপনার ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আছে কিনা৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ হোলি ফিলিপস বলেন, এই মিষ্টি গন্ধ থেকে বোঝা যায় আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে নেই৷
ঘোলা রঙ
প্রস্রাব যদি ঘোলা হয় তাহলে বুঝতে হবে মূত্রনালী সংক্রমিত হয়েছে, যাকে বলা হয় ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’ বা ইউটিআই৷ মূত্রনালীর দেয়ালে ব্যাকটিরিয়া এবং লিউকোসাইটের কারণে প্রস্রাব ঘোলা হয়৷
গোলাপি রঙ
অতিরিক্ত তরমুজ বা লাল রঙের ফল খাওয়ার জন্য প্রস্রাবের এমন রঙ হতে পারে৷ তবে প্রস্রাবের এই রঙ নির্দেশ করে আপনার মূত্রে রক্তের উপস্থিতি৷ এটা ইউটিআই, কিডনিতে পাথর অথবা ক্যানসারের লক্ষণ হতে পারে৷
বাজে গন্ধ
এটা সত্যি যে প্রস্রাবের গন্ধ গোলাপের মত হবে না৷ কিন্তু গন্ধটা যদি তীব্র হয়, যেমন পঁচা খাবার, তাহলে বুঝতে হবে মূত্রে সংক্রমণ হয়েছে৷
জ্বালা-পোড়া
যৌন সংক্রমিত রোগ যেমন সিফিলিস ও গনোরিয়া রোগের লক্ষণ হলো প্রস্রাবে জ্বালা-পোড়া৷
বারবার টয়লেটে যাওয়া
এর অর্থ হতে পারে আপনি গর্ভবতী৷ এটা প্রাথমিক লক্ষণ, যা হরমোন পরিবর্তনের কারণে হয়৷ ফলে আপনার কিডনিতে রক্তপ্রবাহ বেড়ে যায়৷
ক্যাফিন গ্রহণ
বেশি মদ্যপান করলে বা ক্যাফিন গ্রহণ করলেও প্রস্রাবের হার বেড়ে যায়৷ যদি এটা অব্যাহত থাকে, তবে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন৷ কারণ এটা ডায়াবেটিস বা টিউমারের লক্ষণ হতে পারে৷
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন